More

    বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদের সর্ব ইউ. আ `লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    পৃথিবীর ইতিহাসে কোথাও দেশবিরোধী অপশক্তি , দেশের প্রতিষ্ঠাতা – রাষ্ট্রের জনকের বিরোধিতা করার দুঃসাহস দেখানোর নজির নেই । অবিলম্বে উগ্রমৌলবাদী , ধর্মান্ধদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবার জোর দাবি জানান , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের বিভিন্ন দেশের সিনিয়র নেতৃবৃন্দ ।
    গতকাল, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বর্তমান উপদেষ্টা এম এ গনি (যুক্তরাজ্য) র সভাপতিত্বে ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ. সভাপতি কে এম লোকমান হোসেন( ইতালী )র সঞ্চালনায় “ উগ্রমৌলবাদ , সন্ত্রাস প্রতিরোধ ও জাতির পিতার ভাস্কর্য অবমাননা “-র প্রতিবাদে এক ভার্চুয়াল সভার আয়োজন করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ । এতে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ থেকে যুক্ত হন , ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধা,বীর মুক্তিযোদ্ধা সিকদার রউফ ।
    সভায় ,বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদ , জাতীয় চার নেতা , ৫২ থেকে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ বাংলাদেশের সকল দুর্দিনে সক্রিয় ভূমিকা পালন করেছে। ২০০১ সালের বিএনপি-জমাত দুঃশাসন , ১/১১ সেনা সমর্থিত সরকার কর্তৃক নেত্রী মুক্তি আন্দোলনে শ্রী অনিল দাশগুপ্ত ও এম এ গনির নেতৃত্বে দুর্বার আন্দোলন করেছে। যুদ্ধাপরাধী বিচারের স্বপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ছিলাম । আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনি এগিয়ে যাচ্ছে , তখনি পরাজিত শক্তি আবার মাথাচারা দেবার চেষ্টা করছে । সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে আঘাত করা হয়েছে। বক্তারা , ভাস্কর্য ভাংচুরকারীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবী জানান । উগ্রমৌলবাদী অপশক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করার আহবান জানান।
    বক্তারা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের তথাকথিত অথর্ব নজরুল – মুজিবের সমালোচনা করে বলেন , এদের দিয়ে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সংগ্রামী ঐতিহ্য ও দলের সার্থসংরক্ষন সম্ভব নয় । ওরা , বিএনপি –জামাতের সার্থসংরক্ষনে ব্যাস্ত । সারা ইউরোপে বিভিন্ন দেশের আওয়ামীলীগ এর কমিটিতে বিএনপি- জামাত-শিবির ঢুকিয়ে দলকে বিএনপি –জামাতিকরন করছে । এই ব্যাপারে নেতৃবৃন্দরা ,দলীয় প্রধান ও প্রিয় নেত্রীর হস্তক্ষেপ কামনা করেন । একইসাথে সভাপতির বক্তব্যে এম এ গনি , বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে প্রবাস থেকে ত্যাগী –নেতাদের অন্তর্ভুক্তির দাবী জানান ।
    সভাটি সমন্বয় করেন , বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু ও ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লা । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগে সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকী ( ফ্রান্স ) ,
    কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও তুরস্ক আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক প্রিন্স ।
    অস্ট্রিয়া থেকে : অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফরহাদ ; সিনিয়র সহ সভাপতি মজনু আজাদ ; সাধারন সম্পাদক রানা বক্তিয়ার ; বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোঃ মোহাম্মদ আলী ; অস্ট্রিয়া যুবলীগের সভাপতি বাবু মিয়া ইয়াসিম ।
    বেলজিয়াম : বেলজিয়াম আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনির হোসেন পলিন ; যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস ছালাম ; সহ সভাপতি আনোয়ার হোসেন ,উপদেস্টা জনাব ড. আবদুল কুদ্দুস, মুজিব ভুইয়া ; বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মোল্লা ; এন্টারপেন আওয়ামী লীগের সভাপতি হাফেজ মিঠু আহমেদ ; সাংগঠনিক সম্পাদক জনাব ত্রিপুরা শামীম আহমেদ ; দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ .
    ডেনমার্ক : আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ ; যুগ্ম সম্পাদক সামি দাস ; সহ. সভাপতি খালেক আরিফ , মোহাম্মদ শহীদ , জাহিদ চৌধুরী বাবু ; সাংগঠনিক সম্পাদক টিপু গোমস্তা ।
    ফ্রান্স : আওয়ামী লীগের সামাজিক উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু ; সিনিয়র সহ. সভাপতি মোঃ আবুল কাশেম ,সহ. সভাপতি শহীদ তাহের, সহ . সভাপতি সুনাম উদ্দিন খালেক , সহ. সভাপতি ফারুক জসিম উদ্দিন ; সাংগঠনিক সম্পাদক আহম্মেদ জাফর ; প্যারিস মহানগর আওয়ামী লীগের সভাপতি খান সাইফুল ; বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক খোকন হায়দার ।
    ফিনল্যান্ড : আওয়ামী লীগের সিনিয়র সহ. সভাপতি পলাশ কামালী ; সাধারন সম্পাদক শওকত হোসেন ; সহ. সভাপতি ইকবাল হোসেন বকুল ।
    জার্মান : আওয়ামী লীগের জার্মান আওয়ামী লীগ সিনিয়র নেতা হাফিজুর রহমান আলম ; সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন ; সাবেক সাধারন সম্পাদক মাবু জাফর স্বপন ; যুগ্ম সম্পাদক সেলিম ভুইয়া ।
    আয়ারল্যান্ড : আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মোনায়েম রানা ; সিনিয়র সহ. সভাপতি ফয়জুল্লাহ শিকদার; প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান ; ডাবলিন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন ও সাধারন সম্পাদক অলক সরকার ।

    ইতালী : আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন ; যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু ; ভেনিস আওয়ামী লীগের সভাপতি মামুন হাওলাদার ।

    স্পেন : আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন আতা ও শাকিল খান পান্না , যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ ।।

    প্রেস বিজ্ঞপ্তি

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...