More

    ভোলা ও চরফ্যাশন পৌরসভার নৌকা প্রতীক মনির ও মোরশেদ

    অবশ্যই পরুন

    ভোলা: পঞ্চম ধাপে আসন্ন পৌরসভা নির্বাচনে ভোলা ও চরফ্যাশন পৌরসভার নৌকা প্রতীকের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

    শনিবার (৩০ জানুয়ারি) দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

    মনোনীত প্রার্থীরা হলেন, ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান ও চরফ্যাশন পৌরসভায় মোঃ মোরশেদ। মনোনয়ন দেয়া মনিরুজ্জামান মনির ভোলা পৌরসভার বর্তমানে মেয়র পদে দায়িত্বে থাকলেও চরফ্যাশনের মোঃ মোরশেদ এই প্রথম মেয়র পদে অংশগ্রহণ করছেন।

    জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু প্রার্থীতা চূড়ান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেলে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা এই দুই মেয়র প্রার্থীকে নির্বাচিত করার পরই দলীয় ভাবে তাদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতির পক্ষে গণভোট চায় চরমোনাই পীর

    অনলাইন ডেস্ক: দেশের মানুষ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফিরতে চায় না দাবি করে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর...