More

    মঠবাড়িয়ায় শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মঠবাড়িয়ার সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আঃ মালেক মোল্লার অর্থায়নে অসহায় শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও দরিদ্রদের মাঝে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার সাপলেজা লায়লা মালেকিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়। এসময় মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমীন, সিনিয়র শিক্ষক আঃ কুদ্দুস খান ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বাবুল মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

    মাদ্রাসা শিক্ষক আঃ কুদ্দুস খান জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও আঃ মালেক মোল্লার অর্থায়নে ১’শ জন মুক্তিযোদ্ধা, ২’শ জন যাটউর্ধ্ব বয়স্ক, ৫০জন শিক্ষার্থী ও ১’শ ৫০ জন অসহায় এবং এতিমদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভাঙচুরের দেড় বছর পরও সংস্কার হয়নি বরিশালের বৃহত্তম বধ্যভূমি

    স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বধ্যভূমির কথা শুনলে আজও শিউরে ওঠে মানুষের মন। তাণ্ডব, হত্যাযজ্ঞ ও নির্মম নির্যাতনের স্মৃতি...