More

    বাংলায় সাইনবোর্ড-নামফলক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    অবশ্যই পরুন

    বাংলায় সাইনবোর্ড, নামফলক নিশ্চিত করতে রাজধানীর রামপুরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

    বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম।

     

    অভিযানের শুরুতে একটি রেস্টুরেন্টের নামফলকে বাংলা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একদিনের মধ্যে নামফলক বাংলায় লেখার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাংবাদিকদের জানান, সাইনবোর্ড ও নামফলকে বাংলা ভাষা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। রামপুরাসহ ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে। এর আগে গণবিজ্ঞপ্তি দিয়ে ডিএনসিসি এলাকার সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ব্যানার বাংলায় লেখার নির্দেশনা দেয়া হয়েছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে- মেজর হাফিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-৩ আসন (লালমোহন তজুমদ্দিন) ধানের শীষ...