More

    বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের পদবিহীন আওয়ামী লীগ নেতা ও ভূমি দস্যু আদালত কর্তৃক নির্দেশ ও স্থানীয় থানা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক আসমত আলী তালুকদারের ছেলে মাহাবুব মোল্লা মোঃ মিজানুর রহমানের জমির ৪টি দাগের ১শত ৪৫ শতায়শ জমি জোরপূর্বক দখল করে একটি ঘেড় সহ দুইটি ইট দিয়ে দুইটি পাকা স্থপনা রুম নির্মাণ করার অভিযোগে এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোঃ মিজানুর রহমান এসকল তথ্য তুলে ধরেন।

     

    আজ মঙ্গলবার (২৩) ফেব্রয়ারী সকাল ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন।

     

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে মোঃ মিজানুর রহমান বলেন, গত ৩০ই জানুয়ারী-২১ইং সকাল ৯টার দিকে বোয়ালিয়া গ্রামের খালেক মোল্লার ছেলে মাহাবুব মোল্লা আমার তালুকদার বাড়ির পূর্ব কোনে বাকেরগঞ্জ বোয়ালিয়া মৌজার ১৫০ নং জে.এল নংয়ের ২৯০,৪৪৯,২৯১ নং খতিয়ানের ২২৯১,২২৯২,২২৮৯,২২৯৪ দাগের মোট ১শত ৪৫ শতাংশ জমি আমার পৈত্তিক সম্মত্তিতে ৮ থেকে ১০ জন লোক নিয়ে একটি ভেকু মেসিন দিয়ে মাটি কেটে ঘের বানানোর পাশাপাশি ইট দিয়ে দুইটি রুম নির্মাণ করে।

     

    এঘটনায় ১লা ফেব্রয়ারি বরিশালের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে মাহাবুব মোল্লা সহ ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যার এম,পি কেস নং ৩৫/২১। আদালত মামলা গ্রহন করে বাখেরগঞ্জ থানা পুলিশকে তদন্ত করা সহ সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন।

     

    আদালতের নির্দেশ মোতাবেক বাখেরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা তরুন কর্মকার গত ৩ই ফেব্রয়ারি বিরোধীয় জমিতে গিয়ে বিবাদী মাহাবুব মোল্লাকে আদালতের নির্দেশ মানার আহবান জানান।

     

    তারপরেও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর আদালতের আদেশ অমান্য করে পুনরায় কাজ চালিয়ে যেতে থাকেন। এব্যাপারে পুনরায় আদালতের দারস্থ হয়ে ১৮৮ ধারা মোতাবেক আইনের আশ্রয় নিলেও ভূমি দস্যু মাহাবুব মোল্লার লাগাম টেনে ধরে রাখতে পারছে আদালত।

     

    এব্যাপারে বাখেরগঞ্জ থানা ইনচার্জ অফিসার ওসি) আলাউদ্দিন মিলনের সাথে মুঠো ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী আমার অফিসার আদালতের আদেশ মানার নির্দেশ দিয়ে আসে।

     

    এরপরও যদি আদালতের আদেশ কেহ না মানে সে বিষয় আমাকে জানালে আমি আইনগত সর্বচ্চ নেয়ার চেষ্টা করব। কিন্তু এব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে কেহ আসে নাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...