আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় হাত-পা বাঁধা অচেতন অবস্থায় এক ইজিবাইক
চালককে উদ্ধার করেছে পুলিশ। তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে
ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টায়
উপজেলার বড়মগরা বাজারের পশ্চিম পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে
অচেতন ভাবে রাস্তার পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে
বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে
উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। আগৈলঝাড়া থানার এসআই আলী
হোসেন জানান, ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে আনলে তার জ্ঞান ফিরলে
সে জানায় তার বাড়ি মাদারীপুর জেলার ঘটমাঝি গ্রামে। সে ওই গ্রামের
জহিরুল মাতুব্বরের ছেলে শফিকুল ইসলাম (২৩)। সে পেশায় একজন
ইজিবাইক চালক। তার ইজিবাইকে যাত্রীবেশে কিছু দুর্বৃত্তরা তাকে হাত-পা
বেঁধে অচেতন করে রাস্তার পাশে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে যায়।
এস এম শামীম
আগৈলঝাড়া, বরিশাল।