More

    সাতকানিয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    পূর্ব বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মো. বেলাল (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

    বুধবার রাতে উপজেলার তৈয়ারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহত মো. বেলাল খাগরিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বেলাল নূর মার্কেট এলাকায় থাকতেন।

    এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মো. জাহেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, খাগরিয়ায় নূর মার্কেট ও তৈয়ারপুর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

    কয়েক মাস আগে তিনি তৈয়ারপুর এলাকার এক নারীকে বিয়ে করেন। বুধবার রাত ১০টার দিকে তিনি শ্বশুরবাড়িতে গেলে তৈয়ারপুর এলাকার লোকজন তাকে মারধর করে।

    আহতাবস্থায় উদ্ধার করে বেলালকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনার পরই তৈয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। নিহত বেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পুরো জাতি প্রস্তুত, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব

    অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে...