More

    কিশোর গ্যাংয়ের মারামারিতে আহত কিশোরের মৃত্যু

    অবশ্যই পরুন

    সিনিয়র-জুনিয়র নিয়ে দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে কিশোরের প্রাণহানি।

    রাজধানীর আফতাবনগরে দুই কিশোর গ্যাংয়ের মারামারির ঘটনায় আহত কাজলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাজলের মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।

    গেল ২২ ফেব্রুয়ারি রাজধানীর আফতাবনগরের ‘কে’ ব্লকে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন গুলশান কর্মাস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মো. কাজল গাজী।

    এ ঘটনায় কেউ আটক না হলেও, দুই পক্ষই বাড্ডা থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। এদিকে, হামলাকারী কিশোর ইমন হামলার পর ফেইসবুকে পোস্ট দিয়ে দম্ভ প্রকাশ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাদির মাথায় গুলি পাওয়া যায়নি, বেরিয়ে গেছে তৎক্ষণাৎ: ঢামেক পরিচালক

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি...