More

    ভবিষ্যতে দেশে অনুদান নেয়ার লোক থাকবে না: খাদ্যমন্ত্রী

    অবশ্যই পরুন

    খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতির পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে দেশে ত্রাণ বা অনুদান নেয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে জনগণের মাথাপিছু আয়ও বেড়ে যাবে। সকল ধরনের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ দপ্তরের অধীনে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় শুক্রবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে বিনামূল্যে গবাদিপশু ও পশু রাখার নির্মাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসকরী ৬৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে একটি করে বকনা গরু ও গরু রাখার নির্মাণসামগ্রী বিতরণ করেন।

    এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী মন্ডল, নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি উপজেল আওয়ামী লীগের অফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় দলীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...