More

    বোরহানউদ্দিনে ৬টি মহিষ সহ চোর আটক

    অবশ্যই পরুন

    ভোলার বোরহানউদ্দিনে চর হতে চুরি হওয়া ৬টি মহিষ সহ এক চোর কে গ্রেফতার করেছে থানা পুলিশ।বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, বোরহানউদ্দিন থানাধীন ৬নং হাসান নগর ইউনিয়নের অন্তগত পূর্বের ১নং ওয়ার্ডের বর্তমানে হাসান নগর ইউনিয়নের নতুন চর মেঘনা নদীর চর হতে ইং ০৫ ফেব্রুয়ারী হইতে ১০ ফেব্রুয়ারি মধ্যে যেকোন সময় আঃ রব ওরফে রবু দালাল (৬২) এর ১২টি মহিষ চুরি হয়।

     

    এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি এফ আই আর মামলা রুজু হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাইমিনুল ইসলামগোপন সংবাদে ২৫ ফেব্রুয়ারি বিকালে আলেকজান্ডার (চর বাদাম) হতে আসামী মিলন বেপারি (৪৫) কে ৬টি মহিষ সহ আটককরে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসেন।

    চোর কে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর উদ্ধার কৃত মহিষ ৬টি মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। বাকী মহিষ উদ্ধারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...