More

    ‘মিয়ানমারের সেনাশাসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন’

    অবশ্যই পরুন

    মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে ‘সম্ভাব্য কঠোর পদক্ষেপ’ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দেশটির রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে ‍নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘে সেনাশাসনের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে তার কণ্ঠ ধরে আসে।জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ ধরনের ঘটনা খুবই বিরল যে কোনও দেশের প্রতিনিধি তার শাসকের বিরুদ্ধে গিয়ে কিছু বলছেন। এমনকি অধিবেশনে নিজের দেয়া বক্তব্যের শেষে তিন আঙুল দিয়ে স্যালুটও দিয়েছেন রাষ্ট্রদূত তুন। মিয়ানমারের রাস্তায় গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা এই তিন আঙুল সাইন ব্যবহার করছে।তিনি বলেন, অবিলম্বে সেনা অভ্যুত্থানের অবসান, নিরীহ মানুষের উপর নিপীড়ন বন্ধ, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আমাদের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।মিয়ানমার নিয়ে বিশেষ এই বৈঠকে কড়া প্রতিবাদ জানাতে সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত তুন। এসময় তিনি সামরিক সরকারকে স্বীকৃতি না দিতে এবং তাদের কোনও ধরনের সহযোগিতা না করতে আহ্বান জানান। এছাড়া সেনাবাহিনী যাতে গত নভেম্বরের নির্বাচনের ফলাফল মেনে নেয় সে জন্য সামরিক সরকারকে সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বানও জানিয়েছেন রাষ্ট্রদূত তুন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...