বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের আলোচিত সৈয়দ হুমাউন কবির হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামীদের জামিন বাতিল করে স্বাক্ষিদের নিরাপত্তা প্রদান করা সহ দ্রুত মামলার নিস্পত্তির দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত কবিরের পরিবারের সদস্যরা।
আজ রোববার (২৮) ফেব্রয়ারী বেলা ১২ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় তারা জানান,২০১৩ সালের ১৯ই জুলাই শুক্রবার হুমাউন কবির চাখার বাজারে জুম্মা নামাজ শেষে বাড়িতে ফিরে আসার সময় পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকরী মজিবুল হক টুকু, জিয়াউল হক মিন্টু,আঃ ছালামকালাম,হালিম, হাকিম, শিহাবুল ইসলাম ফিরোজ ও রঞ্জু সহ আরো ১০/১২ জন ঐক্যবদ্ধভাবে ভয়ংকর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লোহার রড,হাতুরী দিয়ে পিটিয়ে পায়ে পেরেক লোহা ঢুকানো সহ কুপিয়ে প্রকাশ্য দিবালোকে অমানুষিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়।
দীর্ঘ ৭ বছরেও কবির হত্যা মামলা পরিচালনাকালে হত্যাকারী আসামীরা জামিনে এসে মামলার বাদী কবিরের ভাই সহ প্রত্যক্ষদর্শী স্বাক্ষিদের কবিরের মত পরিস্থিতিতে হবে বলে হুমকি দিয়ে আদালতে স্বাক্ষদান কাজে বাধা প্রদান করা অব্যাহত রেখেছে।
এমনকি হত্যা মামলার স্বাক্ষিদের উপর হামলা ও বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করার মাধ্যমে বাড়ি ছাড়া পর্যন্ত করেছে আমাদের।
এই হত্যা মামলার বাদী ভাই ও প্রত্যক্ষদর্শী স্বাক্ষিদেরকে বাড়ি ছাড়ার করার পরও জীবননাশের হুমকি দিলে এসংক্রান্ত থানায় ও আদালতে সাধারন ডায়েরী করার পর তাদের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।
তাই মানববন্ধনের মাধ্যমে আদালতে কবির হত্যা মামলার ন্যায় বিচারের দাবীতে অভিলম্বে হত্যাকারীদের জামিন আদেশ বাতিল করে দ্রুত মামলার কার্যক্রম শেষ করার জন্য সরকার আদালতের কাছে প্রার্থনা জানান।
এসময় উপস্থিত ছিলেন মামলার বাদী (নিহত কবিরে ভাই) সৈয়দ তরিকুল ইসলাম আপনুর, বোন শাহনাজ,বোন আকতারুন্নেসা,ভাই কায়কোবাদ, ভাতিজা কোকো, মামলার স্বাক্ষি জাফর তালুকদার, খলিল হাওলাদার ও বানারীপাড়া জাসদ সাধারন সম্পাদক আনিস প্রমুখ।