More

    খাশোগি হত্যা: মার্কিন গোয়েন্দার রিপোর্ট

    অবশ্যই পরুন

    সাংবাদিক জামাল খাশোগি হত্যায় মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদনে হত্যাকারীদের নামের তালিকায় রহস্যজনকভাবে পরিবর্তন আনা হয়েছে। 

    প্রথম তালিকা প্রকাশের তিনদিনের মধ্যেই দ্বিতীয় সংস্করণ এনে তিনজনের নাম মুছে ফেলা হয়।

    এমনটাই জানাচ্ছে সিএনএন। নামগুলো কেন মুছে ফেলা হয়েছে সে ব্যাপারে কোন ব্যাখ্যা দেয়নি জাতীয় গোয়েন্দা সংস্থা। অপসারিত তিনটি নামের মধ্যে প্রথমটি হলো আব্দুল্লাহ মোহাম্মদ আলহোয়ারিনির, যিনি সৌদি এক জেনারেলের ভাই।

    অপর দুজন হচ্ছেন ইয়াসির খালিদ আলসলেম এবং ইব্রাহিম আল-সেলিম। যাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দ্বিতীয় সংস্করণে ২১ জনের নামের তালিকা থেকে ১৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি যুবরাজের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেননা, এমন গুজবের মধ্যেই এ ঘটনা।

    ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে যাওয়ার পরই নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সৌদি সাংবাদিক জামাল খাশোগি। সৌদি রাজবংশের ক্ষমতাধরদের কড়া সমালোচনার জন্য আলোচিত ছিলেন সুপরিচিত এই সাংবাদিক।

    তুর্কি কর্মকর্তারা জানান, পুলিশের ধারণা, ৫৯ বছর বয়সী সাংবাদিক খাশোগিকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ টুকরো করে পুড়িয়ে ফেলা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...