More

    চমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

    অবশ্যই পরুন

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    সংঘর্ষে জড়িয়ে পড়া ছাত্রলীগের এক পক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, অন্যপক্ষ সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

    চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের শান্ত রয়েছে। কলেজের অধ্যক্ষ দুই পক্ষের সঙ্গে কথা বলে বিরোধ মিমাংসার চেষ্টা করছেন।’

    ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

    কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, চমেক হাসপাতাল দীর্ঘ দিন ধরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারীদের দখলে ছিল। শিক্ষা উপমন্ত্রী নওফেলের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা সম্প্রতি সেখানে নিজেদের শক্ত অবস্থান করতে চাইছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গত এক বছরে বেশ কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২নং ধানিসাফা ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর)...