More

    র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

    অবশ্যই পরুন

    কক্সবাজারের রামুতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রামু রাবার বাগানের ভেতরে পাহাড়ের ঢালে এই ঘটনা ঘটে।নিহত ইয়াবা ব্যবসায়ী দেলোয়ার টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব রহমান। তিনি বলেন, অভিযান শেষে তার কাছ থেকে প্রায় ৪ লাখ ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, নিহত ইয়াবা ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...