বরিশালের উজিরপুরে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা, উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, উপজেলা আইসিটি বিষয়ক কমিটির সভা ও দুর্নীতি বিরোধী উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত আলী,মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল হাসান, কৃষি কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, প্রকৌশলী মীর জাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
