More

    ‘মৃত্যুর আগে থানায় ডায়েরি করেন রিপন’

    অবশ্যই পরুন

    বরিশালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের দেওয়ানবাড়ি মসজিদের সামনে পড়ে থাকা ইসাহাক দেওয়ান রিপন (২২) নামের যুবকের মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে তার মরদেহ মসজিদের সামনে পড়ে ছিল। রিপন মৃত্যুর আগে প্রাণহানির আশঙ্কায় বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলে দাবি করেছেন তার স্বজনরা।মসজিদের মুসল্লিরা জানান, ফজরের নামাজ শেষে মসজিদের সামনে ওই যুবককে পড়ে থাকতে দেখেন তারা। এরপর নাড়াচাড়া করে বুঝতে পারেন যুবকটি আর বেঁচে নেই। তারা থানায় খবর দেন। পুলিশ এসে সুরতহাল রিপোর্ট তৈরি তার মরদেহ থানায় নিয়ে যায়।

    রিপনের স্বজনরা জানান, প্রাণহানির আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে এক বছর আগে রিপন থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। আজ হঠাৎ করে তার মৃত্যু মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম হোসেন জানান, ৭-৮ মাস আগে ঢাকা থেকে গ্রামের দেওয়ান বাড়িতে এসে থাকা শুরু করেন রিপন। বৃহস্পতিবার সকালে মুসল্লিরা তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর আগে রিপন থানায় জিডি করেননি বলেও ওসি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...