More

    বরিশালে ৮’শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন বাসস্ট্যান্ডের (রহমতপুর ব্রিজ) রোববার রাতের ওই অভিযানে সালাউদ্দিন কাদের (৩২) এবং মো. সিরাজুল ইসলাম (৪০) নামের দুজনের কাছ থেকে ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে তাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছে। এসময় সিরাজুল ইসলামের কাছ থেকে ৭৫০ পিস এবং সালাউদ্দিন কাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক হওয়া সিরাজুল ইসলাম যশোরের নড়াইল এবং সালাউদ্দিন কাদের চট্টগ্রাম পুটিয়ার বাসিন্দা।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন জানান, গ্রেপ্তার দুজন বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভাণ্ডারিয়ায় জাতীয় পতাকা বিধিমালার অবমাননা: বিরামহীন উড়ছে পতাকা

    নিজস্ব প্রতিবেদক, ভাণ্ডারিয়া, পিরোজপুর: ​পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী বাজারে জাতীয় পতাকা বিধিমালার বিদ্যমান নির্দেশনার তোয়াক্কা না করে দিন-রাত বিরামহীনভাবে...