More

    যৌতুক পরিশোধে চাকরি করতে চাওয়ায় গৃহবধূর চোখ উৎপাটনের চেষ্টা

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে যৌতুকের দাবিকৃত ৩ লাখ টাকা পরিশোধে চাকরি করতে চাওয়ায় গৃহবধূ সাদিয়া আক্তারের দুই চোখ উৎপাটনের চেষ্টা চলিয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। পরে ৯৯৯ খবর পেয়ে পুলিশ উদ্ধার ওই নারীকে। সোমবার (১৫ মার্চ) তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ।সাদিয়া মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রাম গ্রামের কৃষক বারেক চৌকিদারের মেয়ে। অভিযুক্ত একই উপজেলার বালিগ্রাম এলাকার গুঙ্গিয়াকুল গ্রামের কাসেম মোল্লার প্রবাসী ছেলে নাসির মোল্লা। এ ঘটনায় রবিবার আহতের মা পারভীন বেগম বাদী হয়ে নাসির মোল্লাসহ ৮ জনকে আসামি করে ডাসার থানায় মামলা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

    রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার সন্ধ্যা...