More

    বরিশালে ১০ লাখ টাকা মূল্যের সাবমেরিন ক্যাবলসহ গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলীর ধোপাবাড়ি সড়কের বরেরভিটা এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের সাবমেরিন ক্যাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

    বুধবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    jagonews24

    গ্রেফতারকৃতরা হলেন, নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বরেরভিটা এলাকার মো. রফিক হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২২), একই ওয়ার্ডের বটতলা জোড়াপোল সংলগ্ন মানিক হাওলাদারের ছেলে মো. রানা হাওলাদার (২২), মোল্লাবাড়ি বটতলার মজিবর মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (২৬) এবং ৩ নম্বর ওয়ার্ডের কড়ইবাড়িয়ার গেন্ডামারা ছোটবগীর মৃত সুন্দর মল্লিকের ছেলে মো. জলিল মল্লিক (৪৫)।

    jagonews24

    অভিযানে নেতৃত্ব দেয়া মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. আব্দুর রহমান মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রাতে বরেরভিটায় রমজান হাওলাদারের টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সাবমেরিন ক্যাবল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্যাবলের মোট ওজন ১৬৮ কেজি এবং বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এরপর অভিযান চালিয়ে ক্যাবল চুরির সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়।

    jagonews24

    পরিদর্শক মো. আব্দুর রহমান মুকুল বলেন, ‘গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ওই চার জন জানিয়েছেন পল্লি বিদ্যুৎ সমিতি কীর্তনখোলা নদীর মধ্য দিয়ে বিদ্যুতের লাইন নেয়ার কাজে সাবমেরিন ক্যাবল ব্যবহার করে। তারা বিষয়টি জানতে পেরে বিদ্যুতের লাইন থেকে কেটে ওই সাবমেরিন ক্যাবল চুরি করেন। গেফতাকৃতদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হযেছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...