More

    বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের ১৩ চেয়ারম্যান নির্বাচিত

    অবশ্যই পরুন

    ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বরিশাল জেলায় চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ২৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে তারা বিজয়ী হয়েছেন।

    এরমধ্যে চেয়ারম্যান পদে আছেন ১৩ জন, সদস্য পদে ১৪ জন ও সংরক্ষিত সদস্য পদে দু’জন। চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৩ জনই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

    বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে প্রতীক বরাদ্দ শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের দিক থেকে গৌরনদী উপজেলায় সর্বাধিক চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এ উপজেলায় প্রথম ধাপে সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এর মধ্যে ছয়টিতেই অন্য কোনো প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা না দেয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

    বানারীপাড়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এছাড়া উজিরপুর উপজেলার একটি ও মুলাদী উপজেলার একটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী বিজয়ী হয়েছেন।

    জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, প্রথম ধাপে জেলার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৯৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাইতে একটি ও আপিলে একটি বাতিল হয়। ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী ছিল না। বৃহস্পতিবার দুপুরে প্রতীক বরাদ্দের পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন।

    আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...