More

    বরিশালে স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায় বালীপাড়া গ্রামে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তার পিতা বারেক ফকিরকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

    জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামের মো. দেলোয়ার সরদারের ছেলে মো. আজিজ সরদার (৪৫) একই বাড়ির বারেক ফকিরের মেয়ে ও উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো। এর প্রতিবাদ করে ওই স্কুল শিক্ষার্থীর বাবা-মা।

    এ নিয়ে বুধবার ৩১ মার্চ দুপুরে দুই পক্ষের ভিতরে কথা-কাটাকাটির একপর্যায়ে আজিজ সরদার লোকজনকে নিয়ে ওই শিক্ষার্থীর বসত ঘরে প্রবেশ করে হামলা চালায় এবং তার পিতা বারেক ফকিরকে কুপিয়ে আহত করে। তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে সুনির্দিষ্ট ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    এদিকে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার কথা অস্বীকার করে আজিজ সরদার বলেন আমার ঘরে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

    এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...