More

    সমাজসেবক নিহার রঞ্জন সরকারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

    অবশ্যই পরুন

    ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য মেসার্স সাগর বির্ল্ডাস এর সত্বাধিকারী বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সরকারের বাবা গৈলা বাজার কীর্ত্তণ ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও গৈলা বাজারের সাবেক ব্যবসায়ী নিহার রঞ্জন সরকার (৮০) বার্ধক্যজনিত কারণে শনিবার সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
    শনিবার বিকেলে তার নিজ বাড়ি গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের পারিবারিক শ্মশানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৈলা বাজার কীর্ত্তণ ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, মহিৎ লাল মন্টু, দিলীপ কর্মকার, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, সাবেক ছাত্র নেতা সবুজ আকনসহ প্রমুখ।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...