More

    ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গৌরনদীতে যুবক আটক

    অবশ্যই পরুন

    ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার স্ট্যাটাস দেয়ার অভিযোগে দিপ্ত সরকার নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী চর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকীচর মহল্লার দুলাল সরকারের পুত্র দিপ্ত সরকার তার ফেইসবুক আইডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নানা মন্তব্য করে। এর প্রতিবাদে স্থানীয় মুসুল্লীরা সোমবার রাতে ওই যুবকের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দিপ্তকে আটক করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের গণসংবর্ধনা

    জে এইচ রাজু স্টাফ রিপোর্টার : ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক...