More

    বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বসতঘরে প্রধান শিক্ষিকার আগুন!

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা ও বন্দর বাজারের ব্যবসায়ী শামসুল আলম মল্লিকের বসতঘরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    বন্দর বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামসুল আলম মল্লিক অভিযোগ করেন পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী ফরিদা ইয়াসমিন তার তালাবদ্ধ বসতঘরে অগ্নি সংযোগ করেন। ওই বাড়ির ভাড়াটিয়া আহম্মদ অগ্নিকান্ডের বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের নিয়ে আগুন নিভিয়ে না ফেললে বড় ধরণের দুর্ঘটনা ঘটতো। ওই বাড়িতে শামসুল আলম মল্লিকসহ তার স্বজনদের ৬টি বৃহৎ আকারের টিন-কাঠের বসতঘর রয়েছে। তাৎক্ষনিক আগুন নেভাতে না পারলে প্রতিটি ঘরে আগুন ছড়িয়ে পড়তো।

    এ ব্যপারে শামসুল আলম মল্লিক বাদী হয়ে ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এদিকে অভিযুক্ত উপজেলার পশ্চিম বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিআরএল এ থাকা প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...