More

    বরগুনা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত সাবেক ইউপি সদস্য’র মৃত্যু

    অবশ্যই পরুন

    বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন মোহম্মদ আলী (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    মোহম্মদ আলীর বাড়ি বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রামে। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

    করোনা ইউনিটের দায়িত্বরত মেডিকেল বিশেষজ্ঞ ডা. কামরুল আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩০ মার্চ তিনি করোনা পজিটিভ নিয়ে ভর্তি হবার পর থেকে আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে আসছিলাম। আজ সকাল ৯টা ৫ মিনিটের দিকে হঠাৎ অবস্থা আশংকাজনক হয়ে পড়লে তিনি মারা যান।

    জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্তাবধায়ক খান সালামত উল্লাহ জানান, জেলায় আজ পর্যন্ত করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১২২ জন। সুস্থ হয়েছেন ১০২৭ জন। চিকিৎসাধীন আছেন ৭১ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...