More

    পটুয়াখালীতে অবৈধ বালুর ড্রেজার জব্দ, জরিমানা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ রনগোপালদী নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সোমবার দুপুরে সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ুম গোপন সংবাদের ভিত্তিতে রনগোপালদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ রনগোপালদী নদীতে অবৈধ বালু উত্তোলন করে মালিকানাধীন জমি ভরাট করার সময় অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনার সময় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে ড্রেজার, ২৭টি ড্রাম, ২শত মিটার পাইপ জব্দ করে ড্রেজার মালিককে ৪৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।

    অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট আবদুল কাইয়ুম কবলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গনসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তাই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খুলছে সেন্টমার্টিন, হতাশা কাটেনি ব্যবসায়ীদের

    কক্সবাজারের টেকনাফের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন আগামী সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে। তবে এতে হতাশা কাটেনি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তারা বলছেন,...