More

    মঠবাড়িয়ায় ছিনতাইকারীদের গুলিতে স্বর্ণ ব্যবসায়ী আহত

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকায় ছিনতাইকারীদের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই ব্যবসায়ীর নাম উত্তম কর্মকার (৫০)। গুলি করে ওই ব্যবসায়ীর নিকট থেকে ব্যাগে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

    মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই ব্যবসায়ী উপজেলার তুষখালী বাজারস্থ উত্তম জুয়েলার্স নামের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। গুলিতে তার বাম পা মারাত্মক জখম হয়েছে। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...