পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকায় ছিনতাইকারীদের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই ব্যবসায়ীর নাম উত্তম কর্মকার (৫০)। গুলি করে ওই ব্যবসায়ীর নিকট থেকে ব্যাগে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই ব্যবসায়ী উপজেলার তুষখালী বাজারস্থ উত্তম জুয়েলার্স নামের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। গুলিতে তার বাম পা মারাত্মক জখম হয়েছে। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।