More

    পিরোজপুরে কঠোর লকডাউনেও মানছে না স্বাস্থ্যবিধি

    অবশ্যই পরুন

    পিরোজপুরে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসণ ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। তবুও কাঁচাবাজার, মুদিবাজার, ঔষধ ও খাবারের কিছু দোকান খোলা থাকার কথা থাকলেও অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা অনেক দোকান খোলা রাখে। শুধু পিরোজপুর শহরের দোকানই নয় জেলায় মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, কাউখালি সহ প্রায় সব উপজেলার বাজার গুলোর অবস্থা একই রকম খোলা রয়েছে দোকানপাট মানছে না লকডাউন।

    বুধবার লকডাউন মানাতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করলেও জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেয়া হচ্ছে না তেমন কোন জোড়ালো পদক্ষেপ। তবে শহরে বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোষ্ট বসিয়ে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয় এছাড়াও ম্যাজিস্ট্রেট দের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি নির্দেশনা অমান্যকারীদের জরিমানা করা হয় ।

    পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, জেলায় লকডাউন চলছে। শুধু মাত্র শহরের বাজারেই কিছুটা অনিয়ম পাওয়া গেছে। আজকের জেলা ব্যবসায়ী সমিতির সাথে আলোচনা করে আগামীকাল থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, লকডাউন মেনে চলার জন্য সকাল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। শহরে দুইটি ভ্রাম্যমান আদালতের টিম কাজ করে যাচ্ছে এবং সকল উপজেলায় একটি করে ভ্রাম্যমান আদালতের টিম কাজ করে যাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সংকটে জনজীবন দূর্বিসহ, চাহিদার ৪০ ভাগে নেমে এসেছে

    সাধারণ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে বরিশাল অঞ্চল জুড়ে বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করছে। গত সপ্তাহধিকালের চাহিদার ৩৫ভাগ...