More

    পটুয়াখালীতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় ধর্ষণ মামলার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগের মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

    শিশুটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

    গ্রেপ্তার রহুমায়ুন হাওলাদার (২৪) উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

    মামলার বরাত দিয়ে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত সন্ধ্যায় হুমায়ুন ওই শিশুকে চকলেট ও মজা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেড়িবাঁধের বাইরে গোলবাগানের মধ্যে নিয়ে যায়। গোলপাতা দিয়ে শিশুটির হাত বেঁধে ধর্ষণ করে ওই যুবক। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যান হুমায়ুন।

    স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সে তার পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।

    ওসি আরও জানান, ঘটনার পরপর রাতেই হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    পরীক্ষার জন্য শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...