More

    আমতলীতে ৯৩০ জেলেদের মাঝে চাল বিতরণ

    অবশ্যই পরুন

    জাটকা আহরনে বিতর থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। শুক্রবার উপজেলার খেকুয়ানী স্কুল প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান।

    জানা গেছে, প্রতিবছর ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল ও মে এ চার মাস সাগর ও নদীতে জাটকা আহরন নিষিদ্ধ করে সরকার। ওই চার মাস জাটকা আহরেন বিরত থাকা জেলেদের জন্য সরকার ভিজিএফ কর্মসূচীর গ্রহন করেন। এতে প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেয়া হয়। ওই কর্মসূচীর মধ্যে আমতলী উপজেলায় ৩ হাজার ৭১২ জন জেলেকে অর্ন্তভুক্ত করা হয়েছে। শুক্রবার উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী স্কুল প্রাঙ্গণে এপ্রিল মাসের চাল বিতরন কার্যক্রম শুরু হয়। চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ট্যাগ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ¦ নুরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকতা জদগীস চন্দ্র রায় ও সিদাম চন্দ্র বিশ্বাস। ওইদিন গুলিশাখালী ইউনিয়নের ৯৩০ জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, জাটকা আহরনে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার ভিজিএফ কর্মসূচী গ্রহন করেছে। ওই কর্মসূচীর চাল বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...