More

    ভোলায় পেটের ব্যথা সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    ভোলায় দীর্ঘদিন ধরে পেটের ব্যথা সহ্য করতে না পেরে মালা আক্তার (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    মালা আক্তার ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলাকোপা গ্রামের মো. মাইন উদ্দিনের মেয়ে।

    শনিবার (২৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, মালার দীর্ঘদিন ধরে পেটে ব্যথা ছিল। তার বাবা স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ালেও ভালো হয়নি। রিকশাচালক বাবার পক্ষে উন্নত চিকিৎসা করানোও সম্ভব হয়নি।

    শনিবার সকাল থেকে তার ব্যথা বেড়ে যায়। পরে ব্যথা সহ্য করতে না পেরে রাত ৮-৯টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...