More

    বরগুনায় করোনায় ২ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    গত ২৪ ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন করোনা রোগী মারা গিয়েছেন। এরা হলেন বরগুনা সদর উপজেলা নলী এলাকার গৃহবধু নুপুর (২৫) ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস সোবহান (৭০)।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে নলী এলাকার গৃহবধু নুপুর বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হলে গভীর রাতেই তিনি মৃত্যুবরণ করেন। একই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস সোবহান কয়েকদিন পূর্বে করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান।

    বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ যাবত বরগুনা জেলায় করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ২ শ’ ১০ জন। যার মধ্যে পুরুষ ৮ ’শ ৮৮ জন এবং মহিলা ৩ শ’ ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৯৫ জন। মারা গেছেন ২৮ জন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৭ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...