More

    বরগুনায় ফোন করলেই উপহার পৌঁছে দেবে জেলা প্রশাসন

    অবশ্যই পরুন

    বরগুনায় মহামারি করোনাভাইরাস বিস্তার রোধে বিধিনিষেধ জারির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ করেছেন বরগুনা জেলা প্রশাসক।

    বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় বরগুনার সার্কিট হাউজ মাঠে বাস মালিক শ্রমিক, তৃতীয় লিঙ্গ ও মুক্তিযোদ্ধাসহ চার শতাধিক পরিবারের মাঝে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

    উপহারসামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুরির ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি চিনি।

    উপহারসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুম আক্তার প্রমুখ।

    জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষগুলো অসহায় জীবনযাপন করছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দিতে পেরে সত্যিই আমরা আনন্দিত। পর্যায়ক্রমে এই উপহারসামগ্রী সর্বস্তরের মানুষকে দেয়ার চেষ্টা করা হবে।

    তিনি আরও বলেন, আমাদের একটি কন্ট্রোল রুমের নম্বর (০১৭৩৩৩১৪৫৩৫) খোলা রয়েছে। তাই যারা অনাহারে থাকবেন তারা আমাদেরকে জানালেই সঙ্গে সঙ্গে উপহারসামগ্রী নিয়ে তাদের কাছে ছুটে যাব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...