More

    বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জের পৃথক ইউনিয়নে পুুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়েনর বিহারীপুর গ্রামে ও দুধল ইউনিয়ের গোমা কৃষ্ণকাঠি গ্রামে পৃথক দুর্ঘটনায় এই দুই শিশুর মৃত্যু হয়।

    স্থানীয়রা জানান, সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়েনর বিহারীপুর গ্রামের সুমন মীরের ১০ মাস বয়সী কন্যা মারিয়া হামাগুড়ি দিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

    অপরদিকে দুপুর দুইটার দিকে দুধল ইউনিয়ের গোমা কৃষ্ণকাঠি গ্রামের জামাল হাওলাদারের দুই বছর বয়সী ছেলে মাহিদ হাটতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

    পানিতে পড়ে যাওয়া দুই শিশুকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ফারহানা ইসলাম ও ডা. জেরিন তাদের মৃত ঘোষণা করেন।

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, এখনো এই ধরনের কোনো খবর পাওয়া যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

    এদিকে এই দুই শিশুর মৃত্যুতে তাদের বাড়িতে স্বজনদের মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরী

    ভোলার লালমোহনে ১৯৯০ সালের ১০ জানুয়ারি তৎকালীন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও সবেক সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজউদ্দিন আহেম্মেদ...