More

    বরিশাল ডিসি কোর্ট এলাকায় বোন ও ভাগ্নিকে কুপিয়েছে ভাই!

    অবশ্যই পরুন

    জমিজমা নিয়ে বিরোধের জেরে বোন ও ভাগ্নিকে কুপিয়েছে ভাই। এমনটাই অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতরা হলেন- বরিশাল জেলা প্রশাসক কার্যালয় (ডিসি কোর্ট) এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৩২) ও মেয়ে সানজিদা আক্তার সিনথিয়া (১৪)। বরিশাল ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

    শেবাচিম হাসপাতালে আহত অবস্থায় শাহানাজ বেগম বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরে সৎ ভাই সাজ্জাদ, সৎ মা জেসমিন ও মনি বেগমসহ অজ্ঞাত ৪/৫ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এমনকি আমার মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছে।’

    অন্যদিকে বিষয়টি নিয়ে কথা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, শাহানাজ বেগমের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তাছাড়া সিনথিয়াকে কুপিয়ে জখমের পাশাপাশি তার ডান হাত পিটিয়ে ভেঙে দিয়েছে। তবে হামলার বিষয়ে প্রতিপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে আহতদের পক্ষ থেকে বলা হয়েছে হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরী

    ভোলার লালমোহনে ১৯৯০ সালের ১০ জানুয়ারি তৎকালীন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও সবেক সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজউদ্দিন আহেম্মেদ...