জমিজমা নিয়ে বিরোধের জেরে বোন ও ভাগ্নিকে কুপিয়েছে ভাই। এমনটাই অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বরিশাল জেলা প্রশাসক কার্যালয় (ডিসি কোর্ট) এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৩২) ও মেয়ে সানজিদা আক্তার সিনথিয়া (১৪)। বরিশাল ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।