বরিশাল নগরীর সদররোডস্থ খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক চার্যের অভ্যান্তরে সেন্ট জোসেফ ব্রাদার নামের দ্বিতল ভবনের গেষ্ট হাউজ দো-প্রার্থনার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার ( ১লা মে) সন্ধা ৬ টায় ফিতা ও ফলক উম্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি পরম পূজনীয় আর্চ বিশপ সুব্রত লরেনস হাওলাদার, (সিএসসি), চট্রগ্রাাম মহা ধর্মপ্রদেশ।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাদার সুবোল লওরেন্স রোজারিও (সিএসসি), ব্রাদার বিনয় স্টেপিন গোমর্স (সিএসসি), ব্রাদার সবুজ স্যামুয়েল বালা (সিএসসি), উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার যোসেফ প্লাসিড কস্তা, সেন্ট রিনা পালমা (এল.এইচসি) মাদার সুপিয়র।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাদার হাউজ ভবন নির্মাণকারী পরামর্শক ফার্ম এসোসিয়েশনের আর্কিটেড নুরুল হাসান স্বাক্ষর ও প্রকৌশলী মজিবর রহমান আলমসহ মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও ক্যাথলিক চার্যের বিভিন্ন পর্যায়ের ধর্মযাজক ও সিস্টার গন।
দীর্ঘ ১১মাস সময়ের মধ্যে নুরুল আলম স্বাক্ষর নির্ধারিত সময়ের পূর্বে ব্রাদার হাউজের কাজ শেষ করে ক্যাথালিক চার্যের কাছে ভবন হস্তান্তর করেন।’’