More

    বরগুনায় ব্রীজের মালামাল চুরি করে বিক্রি করতে গিয়ে চেয়ারম্যান ধরা

    অবশ্যই পরুন

    বরগুনার তালতলীতে মোঃ তৌফিক উজ জামান (তনু) নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আয়রণ ব্রীজের সরকারি পুরাতন লোহার মালামাল আত্মসাত করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ছোট বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত শনিবার সকাল এগারোটার দিকে উপজেলার তালতলী বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদের গোডাউনে থাকা আয়রণ ব্রীজের লোহার ৮৮০ কেজি মালামাল অবৈধভাবে তিনি বিক্রি করেন। ক্রেতা মশিউর তালতলী বাজারের ভাঙ্গারি ব্যবসায়ী বলে নিশ্চিত করেছে স্থানীয় জনতা। তবে মশিউর ঘটনাস্থল থেকে ফসকে যায়।

    গত শনিবার সকাল এগারোটার দিকে তালতলী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শামীম পাটোয়ারী ও মাদ্রাসা শিক্ষক মোঃ বশির জোমাদ্দার এবং চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব সিদ্দিকুর রহমান মিলে সেই মালামাল বিক্রি করে। পরে গাড়িতে করে নেয়ার সময় তালতলী বাজারের স্থানীয় বাসিন্দা মোঃ কামাল জোমাদ্দার সরকারি মালামাল ও গাড়ি আটকে দিয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

    সরেজমিনে গিয়ে জানা যায়, চালক বেল্লাল একটি টমটম যোগে ওই মালামাল নিয়ে তালতলী বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। বেলা ১১টার দিকে তালতলী বাজারের বাসিন্দা মোঃ কামাল জোমাদ্দার মালামালসহ টমটমটি আটক করে। এসময় বেল্লাল জানায় মালামালগুলো চেয়ারম্যান তনুর কাছ থেকে সস্তায় ক্রয় করেছেন ভাঙ্গারী ব্যবসায়ী বশির। তখন বেল্লাল মুঠোফোনে বিষয়টি চেয়ারম্যানকে অবগত করলে চেয়ারম্যান সেখানে থাকা লোকজনের উপস্থিতিতে মালামালগুলো বিক্রি করার কথা স্বীকার করেন এবং মালামালসহ বেল্লালকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন।

    তখন তাদের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বেল্লাল মালামালগুলো চেয়ারম্যানের কাছে ক্রয় করার কথা প্রকাশ্যে স্বীকার করেন। পরে উত্তেজিত জনতা পুলিশ প্রশাসনের সামনেই বিক্ষোভ করে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে অভিযুক্ত চেয়ারম্যানের বিচার দাবি করেন। এ সময় মোঃ কামাল জোমাদ্দারের সহায়তায় পুলিশ ওই মালামালগুলো জব্দ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...