More

    বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা

    অবশ্যই পরুন

    সারাদেশের বিভিন্ন জায়গায় আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে কমতে পারে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে।

    আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকালে গণমাধ্যমকে বলেন, ‘দিনের তাপমাত্রা হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে উল্লেখ করে আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের বেলাতেই কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমতে পারে।

    গত কয়েক দিন সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান ছিল। তবে গতকাল রবিবার রাতের ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিতে স্বস্তি পেয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরের ডাসারে নরসুন্দরদের মাঝে লাইব্রেরীর সামগ্রী বিতরণ

    মো.নাসির উদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে নরসুন্দর সেলুন দোকানিদের মধ্যে লাইব্রেরির সামগ্রী...