বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান চালিয়ে চিংড়ির রেনু উদ্ধার করা হয়েছে।
আজ (৪ মে) মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিংড়ির রেনু পোনাসহ ৪ জনকে আটক করা হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানাসহ ট্রাক জব্দ করা হয়। এবং ৫০ ড্রাম রেনু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।