More

    বরিশালে নিলু-মনু ট্রাস্ট পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান

    অবশ্যই পরুন

    বরিশালে নিলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে বিশ্বব্যাপি বৈশ্বিক (কোভিড ১৯) করোনার কারনে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

    আজ মঙ্গলবার (৪ মে) নগরীর কাউনিয়া মনষাবাড়ী গলি সড়কে অবস্থিত নিলু- মনু ট্রাস্ট কার্যলয় ভবনে এসব আর্থিক অনুদান ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।

    এর পূর্বে নিলু-মনু ট্রাস্টের আইন উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি এ্যাড, সুভাষ দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নিলু-মনু ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, ট্রাস্টের ডোনার অধ্যাপিকা মাহমুদা বেগম।

    এসময় আরো উপস্থিত ছিলেন- ট্রাস্টের সদস্য জামাল আজাদ, কাজী এনায়েত হোসেন শিপলু, গোলাম কাদের তানু ও সাবেক ছাত্র নেতা শামিল শাহরুখ তমাল।

    এসময় উপস্থিত আসহায় পরিবারের সদস্য সহ শতাধিক পরিবারের মাঝে আর্থিক অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরী

    ভোলার লালমোহনে ১৯৯০ সালের ১০ জানুয়ারি তৎকালীন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও সবেক সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজউদ্দিন আহেম্মেদ...