জাতীয় দৈনিকের সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের আরো নতুন ৪ জন সদস্য নেওয়া হয়েছে। এখন সাংবাদিক সংগঠনটির মোট সদস্য সংখ্যা হলো ১৮ জন।
সোমবারসন্ধ্যায় সংগঠনের সভাপতি মো.ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এম. আমির হোসেন নতুন সদস্য বিষয় উথাপন করেন। সদস্য নেয়ার আহবায়ক কমিটির সুপারিশক্রমে উপস্থিত সদস্যগনের মোতাবেক নতুন ৪ জন সদস্যকে নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মিজান নয়ন, সংবাদ প্রতিনিধি জামাল মোলা,সমকাল প্রতিনিধি নোমান সিকদার, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার , এশিয়ান টিভির ভোলা দক্ষিণ প্রতিনিধি ইলিয়াছ আহম্মেদ প্রমুখ। নতুন সদস্যগন হলেন, দৈনিক দিনকালের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি কামাল মিয়াজী , খবর পত্রের প্রতিনিধি অশোক সাহা, সংগ্রাম প্রতিনিধি লোকমান হোসেনএবং যায়যায়দিন প্রতিনিধি মাঈনুদ্দিন জমাদারকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের সুখে দুঃখে পাশে থেকে আর্থ-সামাজিক কাজ করে থাকে।
এদিকে নব নির্বাচিত ৪ সদস্যদেরকে বিভিন্ন সংগঠনসহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন সুধী মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ছবি এটার্চ ক্যাপশনঃ চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য হলেন, কামাল মিয়াজী, অশোক শাহা, নোকমাল হোসেন ও মাইনুদ্দিন জমাদার।