More

    চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের আরো ৪ সদস্য নির্বাচিত

    অবশ্যই পরুন

    জাতীয় দৈনিকের সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের আরো নতুন ৪ জন সদস্য নেওয়া হয়েছে। এখন সাংবাদিক সংগঠনটির মোট সদস্য সংখ্যা হলো ১৮ জন।

    সোমবারসন্ধ্যায় সংগঠনের সভাপতি মো.ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এম. আমির হোসেন নতুন সদস্য বিষয় উথাপন করেন। সদস্য নেয়ার আহবায়ক কমিটির সুপারিশক্রমে উপস্থিত সদস্যগনের মোতাবেক নতুন ৪ জন সদস্যকে নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মিজান নয়ন, সংবাদ প্রতিনিধি জামাল মোল­া,সমকাল প্রতিনিধি নোমান সিকদার, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার , এশিয়ান টিভির ভোলা দক্ষিণ প্রতিনিধি ইলিয়াছ আহম্মেদ প্রমুখ। নতুন সদস্যগন হলেন, দৈনিক দিনকালের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি কামাল মিয়াজী , খবর পত্রের প্রতিনিধি অশোক সাহা, সংগ্রাম প্রতিনিধি লোকমান হোসেনএবং যায়যায়দিন প্রতিনিধি মাঈনুদ্দিন জমাদারকে নির্বাচিত করা হয়।

    উল্লেখ্য, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের সুখে দুঃখে পাশে থেকে আর্থ-সামাজিক কাজ করে থাকে।

    এদিকে নব নির্বাচিত ৪ সদস্যদেরকে বিভিন্ন সংগঠনসহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন সুধী মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ছবি এটার্চ ক্যাপশনঃ চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য হলেন, কামাল মিয়াজী, অশোক শাহা, নোকমাল হোসেন ও মাইনুদ্দিন জমাদার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএম কলেজে তরুণ-তরুণীকে হেনস্থা, উগ্র অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে যুগলের ওপর চড়াও হয়ে তাদের ছবি ফেসবুকে ছেড়ে দেন একদল তরুণ। বৃহস্পতিবার দুপুরে এ...