More

    বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী থানাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ও প্রতারণার অর্ধ ডজন মামলার আসামি মাদক বিক্রেতা স্বপন হাওলাদারকে (৫০) ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টরকীচর এলাকায় এসআই সুশান্ত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।

    এ সময় টরকীচর জনৈক হারুন ফকিরের বাড়ির পশ্চিম পাশের রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বেদে পল্লীর একাংশের সদার্র মাদক সম্রাট স্বপন হাওলাদার দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে আটকের পর স্বপনের দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

    এ ঘটনায় থানার এসআই সুশান্ত কুমার বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় আদালতে প্রেরণ করেন।

    পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান আরো জানান, গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে গৌরনদী, ভোলার চরফ্যাশনসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে হঠাৎ আলু ও পোলাওয়ের চালের দাম বৃদ্ধি, বিপাকে ক্রেতারা

    বরিশালে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় পণ্য আলু ও পোলাওয়ের চালের দাম বেড়ে গেছে। মাত্র এক দিনের ব্যবধানে আলুর কেজিতে ৪...