কুমিল্লা মুরাদনগরের পাচপুকুরিয়া হাইস্কুল মাঠে অসহায় দূস্হ গরীব দুঃখী নারী পুরুষদের মাঝে ত্রান ও ঈদ সামগ্রী প্রদান করবে বলে ডেকে এনে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বসিয়ে রেখে খালি হাতে ফেরৎ দেয় উপজেলা চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব ডঃ অাহসানুল অালম কিশোর!
এসময়ে অসহায় মানুষেরা ত্রান বা কোন প্রকার সহায়তা না পেয়ে তাদের অার্তনাদে অাকাশ বাতাস ভারী হয়ে যায়, সাথে তারা চিৎকার করে অভিশাপ দিয়ে বলে তাদের যেন করোনা হয়! তারা অারও বলতে থাকে যে তারা সারাদিন ভিক্ষা করলেও অন্তত আজকের জন্য ২ বেলা খাবার যোগাড় করতে পারতো!