More

    গৌরনদীতে করোনায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক অসচ্ছ্বল দরিদ্র ও রোজাদার পরিবারের মাঝে খাদ্য সহায়দা প্রদান

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ অসচ্ছ্বল দরিদ্র ও রোজাদার পরিবারসহ সকল ধর্ম -বর্ণের পাঁচ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ‘আপনজন’ কর্তৃক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
    রোববার সকালে বড়দুলালী শহীদ সুকান্ত আব্দুল্লা সড়ককে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি (অপারেশন) পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন এর সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান অসির সভাপতিত্বে খাদ্য বিতরন কর্মসুচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম। শেষে প্রতি পরিবারকে চাল ০৫ কেজি, ডাল ০১কেজি, আলু ০২ কেজি, লবন ০১কেজি, চিনি -০১কেজি, লাচ্ছা সেমাই০১ প্যাকেট পাঁচশত পরিবারকে বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শেখ হাসিনার আমলে অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ গণমাধ্যমের

    গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার আমলে হওয়া অর্থপাচার ও দুর্নীতির...