নিজ খরচে অসহায় জয়নব বিবি নামের এক বৃদ্ধা নারীকে পাকা ঘর তৈরি করে দিলেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সোমবার দুপুরে ঘর তার কাছে হস্তান্তর করা হয়েছে। এতে তিনি সাধারন মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
জয়নব বিবি সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ারর্ডের বাসিন্দা।
ঘর তৈরির কাজ তত্ত্বাবধান করেছেন ৭নং চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাগর। তিনি জানান, ওই নারী পথে পথে ভিক্ষা করে বেড়াত। তার স্বামী অনেকদিন আগে মারা গেছেন।
তিনি জানান, বেশ কিছদিন আগে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এই এলাকায় আসলে জয়নব বিবির দুঃখের কথা মেয়রকে বলেন। সব শুনে পৌনে চার লাখ টাাক খরচ করে তাকে একটি পাকা ঘড় তৈরী দেন।
পাকা বাড়ি পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়নব বিবি বলেন, ‘‘এতো বয়স হইলো। আইজ পর্যন্ত পাক্কা গরে থাহি নাই। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আমারে পাক্কা ঘর কইরা দিতাছে। স্বপ্নেও ভাবি নাই আমার মত ভিখারি দালান ঘরে থাকমু। খুব ভাল লাগতাছে। আল্লাহ মাবুদ আবদুল্লাহরে বাঁচায়া রাখুক, সুখি করুক।”