More

    গৌরনদীতে ইজিবাইকে না নেয়ায় চালককে মারধর

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে ইজিবাইকে যাত্রী না তোলায় চালককে মারধর করে তার সাথে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইজিবাইকের চালক শাহাজুল ইসলাম গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ইজিবাইক চালক শাহাজুল ইসলাম জানান, গতকাল বিকেলে উপজেলার বার্থী থেকে যাত্রী নিয়ে টরকি বন্দরে আসলে কটকস্থল গ্রামের সেলিম মাঝির পুত্র ইমরান মাঝি ও ফজলে সরদারের পুত্র বেল্লাল সরদার তাদেরকে নিয়ে আবার বার্থীতে যেতে বলেন। শাহাজুল তাদের নিয়ে যেতে অস্বীকৃতি জানালে ইমরান ও বেল্লাল শাহাজুলকে অতর্কিতভাবে মারতে থাকে এবং তার সাথে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ইমরান ও বেল্লাল।স্থানীয় জনতা শাহাজুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে। ঘটনার দিন বিকেলে শাহাজুল গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসুস্থ দিনমজুর নাছিরের

    অনলাইন ডেস্ক: এক সময় দিনমজুরের কাজ করে সংসার চালাতো নাছির খান। আর তার আয়ে চলতো ৫ সদস্যের সংসার। দীর্ঘ...