বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যারাতে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ার মোল্লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন এবং রাহাত নামে ছাত্রলীগ নেতার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাহাতসহ উভয়গ্রুপের নেতাকর্মীরা আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে ছাত্রলীগ নেতা রাহাতের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় একটি সূত্র জানায়, এই রাহাত এবং উপজেলা ছাত্রলীগ সম্পাদক সুজন মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানাধীন মোল্লাবাড়ির বাসিন্দা। এবং রাহাত এক সময়ে সুজনের অনুসারী ছিলেন। সাম্প্রতিকালে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে রাজনৈতিক মাঠে উভয়ে বিভক্ত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যার কিছুটা পরে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন মোল্লাবাড়ি এলাকায় অবস্থান করলে রাহাতও তার কর্মীদের নিয়ে সেখানে যান। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা থেকে হাতাহাতি শুরু হয় এবং উভয়ের কর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নিয়ে লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে রাহাতসহ উভয়গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাহাতের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে রাতেই বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাহাতের বাবা খবির ডাক্তারের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতা সুজনসহ অন্তত ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে। এবং সেই মামলায় সুজনের ২ অনুসারীকে গ্রেপ্তারও করে।
তবে সুজনের দাবি, এক সময়ের অনুসারী রাহাতকে তিনি মারধর করেনি। বরং রাহাত অন্তত ২০/৩০ জনকে নিয়ে তার ওপর হামলা চালিয়েছে। এসময় তার কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে রাহাতের লোকজনের সাথে সংঘর্ষ হয় এবং এতে তার ৫/৭ জন কর্মীসহ রাহত আহত হয়।
এদিকে রাহাতের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুজনের স্বজন তুহিনের কাছে রাহাত কয়েক লাখ টাকা পাবে। সেই টাকা চাইতে গেলে সুজন কর্মীদের নিয়ে হামলা করে। ছেলেকে মারধর করাসহ হাতুড়িপেটা করে রক্তাক্ত করেছে।
তবে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন এই অভিযোগ অস্বীকার করে বলেন, রাহাতের সঙ্গে ভোলার তুহিনের লেনদেন আছে। রাহাতের কাছে ১ লাখ ৭২ হাজার টাকা পায় তুহিন। তুহিন ও তার ছোটভাই ছাত্রলীগের শুভ এ বিষয়ে আমাকে অবহিত করে। এরপর রাহাত ক্ষিপ্ত হয়ে ফেসবুকে নানা পোস্ট দিতে থাকেন। রাহাত বন্ধু এবং একই এলাকার বাসিন্দা হওয়ায় তাকে ফেসবুকে মিথ্যাচার করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু শোনেনি।
ছাত্রলীগ নেতা অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় তিনি বাসার সামনে মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের ওপর বসে কর্মীদের সাথে খোশগল্প করছিলেন, এমন সময় রাহাত কর্মীদের নিয়ে এসে হামলা করে। এতে তিনি বেঁচে গেলেও ৫/৭ কর্মী গুরুতর আহত হন। এবং রাহাত নিজের হাতের লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছে। কিন্তু আইনি সুবিধা পেতে এখন হামলার অভিযোগ করছে। এই ঘটনায় ছাত্রলীগ সম্পাদক সুজনও আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
এদিকে বরিশাল নগর পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, রাতে সংঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবং রাহাতের বাবার অভিযোগের ভিত্তিতে সুজনসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। সেই মামলায় সুজনের ২ অনুসারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সুজনের ওপর হামলা হয়েছে, এই প্রসঙ্গে ওসি বলেন, অভিযোগ পেলে সেটিও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’