More

    পিরোজপুরে গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গাঁজাসহ মো. বদিউজ্জামান খান রাব্বি নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

    উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন মো. ইমাম হোসেন খানের ছেলে রাব্বি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও এর আগের কমিটির উপ-ক্রীড়া সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জমিদখল বাণিজ্যসহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

    উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন খান গ্রেপ্তার বদিউজ্জামান খান রাব্বি উপজেলা ছাত্রলীগের সদস্য বলে নিশ্চিত করেছেন।

    নাজিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া হোসেন বরিশালটাইমসকে জানান, ওই দিন দুপুরের দিকে বদিউজ্জামান খান উপজেলার জয়পুরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় মাদক বেঁচা-কেনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

    উল্লেখ করা যেতে পারে ২০১৭ সালে বদিউজ্জামান খান ইয়াবাসহ পিরোজপুর ডিবি পুলিশের হাতে আটক হন। তিনি একজন নিয়মিত মাদক কারবারি বলে জানা গেছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টি-টোয়েন্টিতে কতটা নাজুক বাংলাদেশ-শ্রীলঙ্কা?

    গত এক দশকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ ১০ দলের মাঝে বাংলাদেশ ও শ্রীলঙ্কার রানরেট সবচেয়ে কম। প্রশ্ন উঠতেই পারে, এশিয়ার...