More

    বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই আসাদুলের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

    অবশ্যই পরুন

    বরিশাল কোতোয়ালি থানার উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে থানায় ডেকে নিয়ে নারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে।

    নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে এসআই মো. আসাদুলের বিরুদ্ধে গত (২৪ মে) মামলা করেন ওই নারী।

    এক সপ্তাহ পর আজ (৩১ মে) সোমবার বিষয়টি জানাজানি হয়।

    মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয়ে সাধারণ ডায়েরি করেন ওই নারী। পরদিন ওই ডায়েরির তদন্তের জন্য আসাদুল বাদীকে থানায় ডাকেন। এবং ওই নারীকে নিজের রুমে বসান। এরপর তার শ্লীলতাহানির চেষ্টা করেন। ঠিক সেই সময় ওই নারীর স্বামী এসে পড়ায় তাকে ছেড়ে দেন।

    বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালে তিনি এর বিচার করবেন বলে জানান ও একই সঙ্গে বিষয়টি নারী এএসআই রুমা পারভীনকে দিয়ে তদন্ত করাবেন বলেও আশ্বস্ত করেন।

    কিন্তু গত ২৩ মে ওই নারী এএসআইকে ফোন দিয়ে জানতে পারেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এরপর ২৪ মে তিনি এসআইয়ের বিরুদ্ধে মামলা করেন।

    এ বিষয়ে ওই নারীর আইনজীবী আসাদুজ্জামান হাওলাদার জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

    এদিকে এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াত নেতার বাড়িতে আগুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা। শনিবার (০৮ নভেম্বর)...